Skip to Content


৪৮-৭২ ঘন্টায় ক্যাশ অন ডেলিভারি। ০১৬১৫-৮৩১৬৩৮

আমাদের সম্পর্কে

রুচিশীল প্রকাশনার অনন্য সন্ধান

Contact us

জ্ঞান মানুষকে শীলতা দেয়। করে উন্মুক্ত। অন্ধকার থেকে আলোতে আনে। যার অন্যতম উপাদান বই। সেই বইকে মানুষের মাঝে স্থাপন করবার মূল কাজটাই করে হাবিব প্রকাশন। প্রতিটি অক্ষর মহান রহমানের স্বার্থে আন্দোলিত হয়। কালির ছাপ হাবিবে মোস্তফার তরে উদ্ভাসিত হয়। যার বদৌলতে দেখি সত্য, সভ্যতা আর মুক্তি। জড়তার গ্লানি মুছে মহিয়ানের মহত্বে মাতোয়ারা হওয়াই আমাদের বিধেয়।

২০১৮ সালের ফেব্রুয়ারি শুভলগ্নে যাত্রা শুরু। ইসলামি, দ্বীনী, বুদ্ধিবৃত্তিক ও মানবতার আত্মীক মিলন ঘটানোয় অভিপ্রায় ইতোমধ্যেই হাবিব প্রকাশন শেষ করেছে। সামনেও সবার তরে তাই করবে।

এবার পালা আপনার। বইয়ের সাথে নির্মল যোগাযোগ স্থাপনের। নতুন পাতার ঘ্রাণ নেবার। প্রস্তাবিত ও উদ্ভাবিত জ্ঞানের সম্মিলন ঘটানোর। আসুন ইজমা করি।

Shop Now

যোগাযোগ

২০১৮ সালের ফেব্রুয়ারি শুভলগ্নে যাত্রা শুরু। ইসলামি, দ্বীনী, বুদ্ধিবৃত্তিক ও মানবতার আত্মীক মিলন ঘটানোয় অভিপ্রায় ইতোমধ্যেই হাবিব প্রকাশন শেষ করেছে। সামনেও সবার তরে তাই করবে।

✽  মোবাইল নম্বর ✽

০১৬১৫৮৩১৬৩৮
০১৭১৫৮৩১৬৩৮

✽  ঠিকানা ✽

৩৪০ নং বাড়ি, ১৫ নং রোড, কে ব্লক, দক্ষিণ বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯ 

✽  সোশাল মিডিয়া লিংক ✽

ফেসবুক পেইজ
ইন্সটাগ্রাম