Skip to Content
Filters


৪৮-৭২ ঘন্টায় ক্যাশ অন ডেলিভারি। ০১৬১৫-৮৩১৬৩৮
author.name

আয়িশা আল বাউনিয়্যাহ

আয়িশা আল-বা’উনিয়্যাহ; জন্মগ্রহণ করেন পনেরো শতকের দ্বিতীয়ার্ধে, দামেস্কে। দক্ষিণ সিরিয়ার ‘বা’উন’ গ্রামে জন্মালেও পড়াশোনা ও উপার্জনের সন্ধানে ‘বা’উনি’ পরিবারকে পাড়ি জমাতে হয় দামেস্কে। এ দামেস্কেই তাঁর বেড়ে ওঠা; মূলত এখানেই তিনি পেয়েছেন ধর্মীয় বহু পদ্ধতি সন্ধান আর কবিদের ছায়া। জ্ঞানার্জনের তৃষ্ণায় সফর করার রীতি জারি ছিল তাঁর জীবনেও। তিনিও একসময় পাড়ি জমিয়ে ছিলেন সিরিয়া ও মিশরে। আশ্রয়পেয়েছিলেন মামলুক সুলতানদের। তাদের অধীনে দায়িত্বও পালন করেছিলেন। আয়িশার বাবা ইউসুফ রহ. (ইন্তেকাল ৮৮০/১৪৭৫) ছিলেন শাফেয়ি মাজহাবের একজন দক্ষ ফকিহ; দামেস্কে কাজি (বিচারক) হিসাবে তাঁর ছিল ভারি সুখ্যাতি। তিনি তাঁর সন্তানদের পড়াশোনার ক্ষেত্রেও কোনো আপস করেননি; আয়িশার তালিমের ব্যাপারেও তিনি ছিলেন সতর্ক। ফলে আয়িশা সুযোগ পেয়েছেন তাঁর পাঁচ ভাইয়ের সাথেই কুরআনুল কারিম, হাদিস শরিফ, ইলমুল ফিকহ (ইসলামি আইনশাস্ত্র) ও কবিতা অধ্যয়ন করার। শায়খা নিজেই বর্ণনা করেছেন যে, আট বছর বয়সেই তিনি কুরআনুল কারিম হিফজ করে ফেলেছিলেন। যখন তাঁর হজ ফরজ হয়, পরিবারের সাথে তিনিও হজ পালন করেন; আর সে সময়েই তিনি স্বপ্নে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দিদার লাভে ধন্য হয়েছিলেন।