সোহবত এমন শক্তি যা বিলীন হবার নয়৷ বাচ্চা তার মায়ের সোহবতে। গাছ মাটির সোহবতে। মানুষ জ্ঞানের সোহবতে৷ দুনিয়া সূর্যের সোহবতে সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠে।
পৃথিবীর প্রতিটি জিনিসের পেছনে কাজ করে সোহবত৷ যা একা অসম্ভব সোহবতের বদৌলতে তা হয়ে উঠে অতি সহজ। প্রেমিকের প্রেম নিঃসরণ সোহবত ব্যাতীত হয়ে উঠে না।
আমার মতে– পৃথিবীর ঘূর্ণন ক্ষমতা, মাধ্যাকর্ষণ শক্তি, চুম্বকের আকর্ষণ, বিজ্ঞান, সমাজ, ধর্ম, বর্ণ, প্রভুর মুহাব্বাত ও নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার অপার ইশকের মৌলিক বিষয় সোহবত।